Skip to content

জ্ঞানীরা ছাত্র, Kazi Baghabaro (কাজী আনোয়ার হোসেন বাঘাবারো)

শিখতে জ্ঞানীরা যে ছাত্র
ভাবে স্বল্প জ্ঞানী মাত্র।
ছোট বড় সকল মাঝে
শিক্ষা আছে সকাল সাজে।
শিক্ষা জেদী শিখে বেশি
আগে শিখো শিক্ষা দেশি।
দেশি শিক্ষা সহজ করে
বৈদেশি সব শিকার তরে।
চব্বিশ ঘণ্টা শিক্ষার সময়
লোকালয় তাই শিক্ষার আলয়
সারা ভুবন শিক্ষার ক্ষেত্র
জ্ঞানী যে জন সে জন ছাত্র।
সকল সময় সকল বয়স
জ্ঞানের জন্য শিক্ষা সরস।
শিক্ষার কোন বয়স যে নাই
জ্ঞানের সীমা খোঁজে না পাই।

Tags:

মন্তব্য করুন