Skip to content

জোনাকি মেয়ে – হিমেল কবি

  • by

ঘোর আধাঁর কালো
আসিছে ঘোনায়ে
আজি নিশীথের পথে,
শুস্ক-মরা পাতা যত-
সব ঝড়িছে বিরলে,
জোনাকিরা বসে মগ-ডালে।

অদুর হতি-
আসিছে ভাসি ক্রোন্দল রোল
ঠিক ডাহুক পাখির ডাক,
শ্মসান প্রন্তরে-
ঝিঁ ঝিঁ পোকারা ডাকে।
যাক পুড়ে যাক-
জোনাকি-মেয়েদের
জড়তা পুড়ে যাক।

মন্তব্য করুন