Skip to content

জোছনা ভেজা চাঁদের আলো – পবিত্র প্রসাদ গুহ

এসেছে চাঁদ আর একবার জামের পাতার পিছনে
হয়তো বা বেল কামরাঙার পাতার কোলে ঝুলে
পৃথিবীর সব আলো তখন চাঁদের বক্ষ জুড়ে
চুঁইয়ে চুঁইয়ে পরে পেঁচার বাঁকা ঠোঁট দিয়ে।
পৃথিবীর সব গল্প তখন স্বপ্নের আবরনে পাহারারত
গিজগিজ করে জৈবিক মস্তিষ্কের অলি গলিতে
গভীর রাতে চাঁদের ছায়ার মতন কিলবিল করে ঝরা জোছনার আলো
শীতের হাওয়া মেখে শাঁকালুর গায়ে তখন হিমের পরশ
আকাশের জোছনার আলো ঘন হয়ে আসে নদীর পাড়ে
চিকচিক করে কাশ ফুলের ঝাঁকা।
শিশিরের স্নান সেরে ওঠা শিউলির কুড়ি
ভেজা পৃথিবীটাই বোধ হয় ভিজতে বসেছে
মৃদু স্বরে ভেসে আসা তারাদের কথাকলি
ফলসার খসখসে পাতায় আটকে গেছে জোছনা ভেজা আলো।
নিরুদ্দেশ জলপথিক পথ হারায়ে পরিশ্রান্ত, বয়ে চলে কোন অজানায়
সফেণ সমদ্দুরের গভীর নোনতা কলিজায়।

মন্তব্য করুন