Skip to content

জেগে উঠ প্রিয়তমা/আজিজুল হক

জেগে উঠ প্রিয়তমা
আজিজুল হক

আমি পরশ পাথর ছুঁয়ে দেখেছি ,
তুমি তাতে নেই,
আমি বসন্তের ভর দুপুরে আবির মাখা শরীর জুড়ে তোমার অস্তিত্ব খুঁজে পাই নি,
আমি রোদ ফাটা দুপুরে আকাশ জুড়ে তোমায় খুঁজেছি,
সেখানেও তোমার অস্তিত্ব খুঁজে পাই নি আমি!
আমি দুর্নীতির সমস্ত আস্তরণ জুড়ে অহর্নিশ খুঁজে তোমার অশ্রুমাখা ক্রন্দনের স্পষ্ট গোঙানির শব্দ আর হাপিত্যেশ নিশ্বাস ছাড়তে দেখেছি অহরহ!
আমার নয়ন জুড়ে সে অস্তিত্ব টিকে আছ আস্ত একটা মহীরুহ বটবৃক্ষের মত।
আমি চাঁদ কে জিজ্ঞেস করেছিলাম,
বেহেশ্ত কিংবা স্বর্গাদ্বারে ,কোথায় তোমার প্রেম গুলো ঠাই পেলো!!
চাঁদ নির্বিকার ছিল সে সময়,
শুধু তার কলঙ্ক গুলো দারুন ভাবে সাজাচ্ছিল ইন্দ্রের বিষ চক্ষুর আড়াল হতে!
আমি শীতের সকালে শিশির বিন্দু কে জিজ্ঞেস করেছিলাম ,
সে কেমন আছে!
উত্তরে সে নিরব দৃষ্টিতে তোমায় খুঁজেছিল অহরহ!
রাজপথে দীপ্ত স্লোগান মুখরিত মিছিল কে আমি জিজ্ঞেস করেছিলাম,
কাকে ডাকছ এমন করে?
সেও হাজার কন্ঠে চিৎকার করে বলল ,তোমাকে,
একটা নিশ্চিত আশ্রয়!
যে মায়ের মত আঁকড়ে রাখবে,
দিদির মত স্নেহমাখা ভালোবাসায় উৎসাহিত করবে ,
বোনের মত খুনসুটিতে মেতে রাখবে সব অবসাদ
আর প্রেমিকার মত সব দুঃখ গুলো নিজের বুকে চেপে ফুৎকারে উড়িয়ে দিয়ে বলবে,
ভয় কি! আমি তো আছি!
আমি খুঁজে চলেছি তোমার মাঝে সে কলঙ্ক,
যা আমায় মহিমান্বিত করে তুলবে,
ওমরের নৃশংস হত্যা, তীর বিদ্ধ কৃষ্ণের ব্যাথাতুর মুখ ..
খৃষ্ঠের উদাসীন মৃত্যু কে আলিঙ্গন ,
তোমার কলঙ্ক গুলো কে আরও মহিমান্বিত করে তুলুক..
আমি খুঁজে নেব তাতে তোমায়..
আগলে রাখব আমার হৃদয় জুড়ে..
তুমি তাতে তা দিও..
আমি বেহেশ্ত জুড়ে তোমায় উপহার দেব শুধু বসন্তের!
সে বসন্তে কবিরাও বাস করবে কবিতা জুড়ে..
আমি রবীন্দ্রনাথ কে জিজ্ঞেস করব,
কেন লিখতে গেলে ওরা কাজ করে…
নজরুল কে জিজ্ঞেস করব,জাতের নামে বজ্জাতি ..
আর বেসাতির বাজারে তুমিও বড্ড বেমামান!
প্রেমের নামে ভণ্ডামিতে আজ জেহাদের গন্ধ….
আবার না হয় ফিরে এস তোমরা আমার বসন্ত ব্যাপী ,
মানুষের হৃদয় জুড়ে আর বল তারে,
সুকান্তের পাশে তুইনিশিয়া থেকে ফ্রান্স ,
সমস্ত বিপ্লবের মহীয়ান বীরত্বে প্রেমিকার জয়ধ্বনি হয়ে আরও একটা ‘৪৭এর জন্ম দাও…
ধূলিসাৎ হোক তাতে জাতপাতের বেড়াজাল,
গিরগিটিরা যতই রং বদলাক,
আমি চিনে নেব তোমায় স্পর্শে ,গন্ধে ,
আমার প্রিয়তমা তোমাকে…
আজিজুল হক
14/4/23

মন্তব্য করুন