Skip to content

জীবন সঞ্চয়ের সন্ধিক্ষণে — রমেন মজুমদার (কাব্যভূষণ)

জীবন সঞ্চয়ের সন্ধিক্ষণে
— রমেন মজুমদার (কাব্যভূষণ)
27/12/2022
একটি ভৌগলিক রেখার মধ্যে শব্দই হল সঞ্চয়ের সুখ-দুখ,
জীবন খণ্ডিত করা শব্দের চাবুক দিয়ে বেঁধেনেই দুর্বল সময়কে।
কর্মের যোগ ফলাফল বলতে কিছু স্মৃতিমেদুর কবিতার খুঁটি
দাঁড় করিয়ে রাখে, চলে যাওয়া সময়ের সন্ধিক্ষণে।
একদা খাঁচা খুলেই উড়াল দেয়া অভ্যেস
ভৈরবি স্বপ্নের পালককে করে নস্টালজিস্ট।
রস-বোধ-স্বাদ উবুর হয়ে পড়ে থাকে ভাঙাঘরে;
কম্পিত ঠোঁটে এঁকে দেয় শব্দের প্রলেপ
তিল কাঞ্চনের তিলক মেখে জীবনখেয়া পার হই।
সঞ্চয় বলতে কিছু ব্যথার মধ্যে অশ্রু ফেলানো;
যতবার ভেবেছি, বানোয়াট-বাটপার না হয়ে ডুব দেই নীতির সমুদ্রে….
জীর্ণতার অকৌলিন্য দর-দালান সরিয়ে আনতে চাই স্বপ্নের ইমারত।
অনিত্য ভাবনার মধ্যে সন্ধ্যা হলেই হিসাব আসে যোগবিয়োগের;
ত্যাগ দিয়ে রাত্রিযাপন করি সৌহার্দ্যে-
বৈকালিক অলস কাটিয়ে রাতের খোয়াব দেখাই বুঝি আরক্তিম সাধনা…
ফিরতি যাত্রায় হিসেব হবে কড়ির,
সখ্যতার আড়ালে হৈমন্তী সুখ চায় বারবার
তবুও, দিন গেলেই হিসেব হবে সঞ্চয়ের
এমনি করেই প্রেমের সম্পান দোলখায়
দিনের উল্টো পাশে।
জীবন সঞ্চয়ের সন্ধিক্ষণ কয়দিন ?
যৌবন যতদিন,ততদিন তোমার হিসেব হোক ওঠানামার।
—-সমাপ্ত।

মন্তব্য করুন