Skip to content

জীবন যে একটাই – রমেন মজুমদার

জীবন যে একটাই
—-
রমেন মজুমদার
২৩/০৪/২০২৩
এসো, ধরি হাত যৌবনের তৃপ্তির আবেগ-
সাথে নেই ,সততা আর একনিষ্ঠ প্রেম;
গড়ি দেশ সচলকরে কল্যাণ যা আছে;
মুছে যাক গ্লানি আর কষ্টের ক্ষত সবার।

জীবন যে একটাই আমরা জানি সকলে,
দেশ-কাল-পাত্র ভেদে মিশে যাই সবার সাথে,
উজ্জীবিত প্রাণের ভিতর আলোর নেশায়
গড়ে লই আজই, ভাল যা কিছু আছে ধরায়।

সময় সংকীর্ণ জানি,আর নয় হেলাফেলা,
তোমার তিক্ত যৌবনের আগুনে নষ্টরা পুড়ুক,
আলোর দিগন্ত রেখার সাত রঙ্গে রাঙাই
সমাজের অগ্রগতিতে আসুক উজ্জ্বল জোয়ার।

একটাই জীবনের কর্মগুণে সাফল্য আসুক,
পথশিশু হতে বুভুক্ষের ক্ষুধার্ত আহাজারি,
মুছে দিব যৌবনের কবিতার সুদৃঢ় বন্ধনে;
জীবে প্রেম সাকি গড়ি অমৃতের অমর বন্ধন।।
——-

মন্তব্য করুন