Skip to content

জীবন নদ – পবিত্র প্রসাদ গুহ

জামের বনের স্তব্ধ আঁধার রাতে
মনি ঘুরানো ক্লান্ত পেঁচার ডাকে
তন্দ্রা যখন রাগ কমিয়ে আসে
নিথর দেহ ফুসফুসিয়ে কাঁদে।
অমাবস্যার কালো ঝলমল রাতে
ফুটলো বুঝি মালতীলতার কলি
অবাধ ধরণী সুগন্ধের নাচন নাচে
পাখপাখালী উদাস বরণ মাখে।
মেঘ ঘনালো আষাঢ় আকাশ নীলে
রাত সরিয়ে উঁকি সূর্য্যমুখীর
বিমর্ষ সকাল বৃষ্টি ঝরিয়ে হাসে
হাসছে রোদের ঝিলমিলানো কিরণ।
জামের বনে এখন খুশির খেলা
রাগ ফুরিয়ে এখন সকাল বেলা
কান্না বুঝি মিলিয়ে গগন ভেলা
তন্দ্রা টুটে রামধনু রঙ মেলা।
আঁধার আলোক নিয়েই পথ চলা
ক্ষণিক জীবন সুখ দুঃখে ভরা
এ কুল ভেঙে ও কুল যেমন গড়ে
উজান তরী চলে ভাটার টানে।

মন্তব্য করুন