Skip to content

জীবনের মানে – পবিত্র প্রসাদ গুহ

পৃথিবীর সব ব্যাথা আজ গেছে মুছে,
আষাঢ়ের মেঘ রাশি শ্রাবণের ধারা হয়ে ঝরে পড়েছে পৃথিবীর উন্মুক্ত বুকে,
পাখির কোটরের মত নিস্তব্ধ গ্যালাক্সিতে আজ যেনো প্রাক শরতের নীল আকাশ স্বপ্ন দেখায়,
চাঁদ জাগা অপলক দৃষ্টিতে আমি তাকিয়ে
ওই দূরে …….
বহু দূরে ………
আজও কেউ পায় নি যার সন্ধান।

পাহাড়ের গা বেয়ে ভেসে আসা সূর্যের মায়া যাদু জীবনের অর্থ দিয়েছে বাড়িয়ে,
সোঁদা মাটির গন্ধ মাখতে মাখতে চলেছি হেঁটে আমি একা,
জীবনের উপলব্ধির মানে আমি খুঁজে বেড়াই ছেঁড়া ছেঁড়া বাতাসের ঝিরঝিরে শব্দের অনুরণনে,
রাত্রির আলো মেশানো নদীর জল কুলুকুলু বেগে বয়ে যায় নিশ্চিন্ত জীবনের ছন্দে,
সবুজ পাতার কোলে শুয়ে থাকে জীবনের সব লেনদেন
বুঝিনি আমি আজও।

গঙ্গার ঘোলা জল চুর্ণির নীল জলের দোটানায় বিভ্রান্ত জলরাশি উদ্ভ্রান্ত,
জীবনের মানে বোঝার আগেই হাঁটু জলে গুগলি খুঁজে মরি
চাতকের তৃষ্ণা মেটে নি আজও।

মন্তব্য করুন