Skip to content

জীবনের গান– কমল মাইতি

   জীবনের গান
   কমল মাইতি

জোনাকিরা চিরকাল অন্ধকারে
কী লেখে ক্ষুদ্র আলো?
কেউ বলে বর্ণ শেখে
কেউ বলে খাদ্য খোঁজে
কেউ বলে বিক্ষিপ্ত প্রতিবাদ
কবি বলেন রাতের মালঞ্চে কাব্যালোক।

অলিখিত অকথিত তান ওঠে হাতুড়ির ঘায়
ভ্রমরের গুঞ্জন থেমে যায়
ঝিঁঝির রব স্তব্ধ হয়
ধার নেই ভার দিয়ে কাটে
কোদাল-গাঁইতি-লাঙ্গলের ফলা 
চিত্রিত করে আকাশের বুকে জীবনের গান।

মাতৃদুগ্ধ ফুরায় যেদিন
ধরিত্রীর স্তন করি পান
শুনি শীৎকার-চিৎকার
খুঁজি শাশ্বত প্রেম-গান
বুক দিয়ে কতই বা ঠেকাব আর
দুই হাতে তুলে ধরি মাটি আর ধান।

মন্তব্য করুন