Skip to content

“জামদানির ভাঁজে” -💫কানিজ ফাতেমা তানিয়া

কি করে বলি বলো তো —
একদিন তুমি আমার ছিলে !
ঝালমুড়ি খেতে খেতে
মেঠো পথে হেঁটে হেঁটে
পৌঁছে যেতাম ভালোবাসার তেপান্তরে ।।

কি করে বলি বলো তো —
একদিন তুমি কথা দিলে !
চোখে চোখ রেখে
হাতে হাত রেখে
বলেছিলে সারাজীবন আমারি রবে ।।

কি করে বলি বলো তো —
একদিন তুমি হারিয়ে গেলে !
আবছা আলোয়
কায়ার মতো
দূরে কোথায় মিলিয়ে গেলে ।।

হঠাৎ মনে পড়ে গেল
সেদিন তুমি বলেছিলে —
আমাকে নাকি অপরূপা লাগে
লাল পেড়ে জামদানিতে ,
কপালে লাল রক্তিম টিপ
লাল চুড়িতে পুরোই হিট ।
আনন্দে মন উঠতো নাচি
করিনি যাচাই সত্যি নাকি ;
আজও তাই গুছিয়ে রাখি
জামদানির ওই ছড়ানো কুচি ।।

বেলা শেষের অবসরে
দিন রাতের সন্ধিক্ষণে —
মুছে যাওয়া দিনগুলি
হঠাৎ করেই দেয় উঁকি,
মনকে বলি একটু বোঝো
অবেলায় কেনো তারেই খোঁজো?

শিকলে বাঁধি অবুঝ মন ,
জীবনেরি আজ ছন্দ পতন ।
বিদায় ঘন্টা উঠলে বেজে —
দিনগুলোকে গুছিয়ে রাখি
জামদানির ওই লুকানো ভাঁজে ।।

মন্তব্য করুন