Skip to content

জানা আছে কি?

জানা আছে কি?
কোন আকাশে সূর্য হাসে
কোন আকাশে চন্দ্র
কোন মেঘেতে উঠল ঝড়
কোন মেঘেতে বজ্র।

কোন আকাশে চোখ মেলে চায়
‘শুকতারা’ ‘অরুন্ধতী’
কোন আকাশে পূর্নিমা চাঁদ
নিশীত প্রদীপ বাতি।

কোন বাগানে ভেসে বেড়ায়
মিষ্টি ফুলের গন্ধ,
কোন দীঘিটার জলে ফোটে
স্নিগ্ধ কোমল পদ্ম।

কোন বাগিচায় প্রজাপতি
উড়ে ডানা মেলে,
কোন বাতাসে রজনীগন্ধা
তার মধুর সুবাস ছাড়ে।

কোন আঙিনায় পক্ষী রাজা
গাই আপন সুরে
কোন প্রহরে অকুল তরঙ্গ
বয় অঘ্রাসনে।

কোন তিমিরে জোনাকি জ্বলে
সোনালী কিরণ ছেড়ে
কোন গঙ্গায় বহমান
সেই নৌযান পাড় ঘেরে।

জানা কি আছে?

অপরূপ এই মাধুর্যপূর্ণ সৃষ্টিকুল কাঁর গড়া
কাঁর আজ্ঞায় লালিত এই বৃহৎ সবুজ ধরা,
কেমনে শুরু হৃদস্পন্দন, কেমনে এলো দৃষ্টি
কেঁ জুয়ায় আহার তোমার, কেঁ করলো তোমায় সৃষ্টি।

কোন বায়ুতে চলমান তোমার শ্বাস-নিঃশ্বাস ক্রিয়া
কোন কারণে বৃক্ষ দেয় তোমায় শান্ত-সুশীল ছায়া

কোন অবস্থায় পোড়ানো হবে তোমায় সাদা কাফন
কোন মৃত্তিকায় স্বজনরা দিবে তোমায় দাফন?

৫-৫-২৪

মন্তব্য করুন