Skip to content

জন্মদাগ মুছে ফেলা যায়?-আল ইমরান হাসান

আমি সেই পথের প্রেমিক
যে পথেরে কয়েক পঙক্তি দ্বারা বিচার
করিবার জো নাই।
বরষার জলেরে কিংবা সাত সমুদ্রের
হিল্লোরেরে কালি বানাইয়া আমার প্রেমের
মহাকাব্য রচিতে গোলকধাঁধায় ফাসিয়া জাইবে।

হে কান্তমুর্তির-ন্যায় প্রেয়সি
আজি সমস্ত্ব জড়িমারে জলাঞ্জলি দিয়া
মধুর লগ্নে অনামিক অনুভুতিরে
অভ্রভেদীয়া ঘনসাকারে এ নৈঃসঙ্গ্যানুভুতিরে
প্রশমিত করো তোমার বরষায়।

হে আয়তলোচনা আজি কেন
বিষাদিতভাবে হেরিছো মোরে?
আমি রিপুনিবাসের মতো ক্রমেই
ধ্বংস হইয়া যাইতেছি সে আঁখিরকাছে।

স্রোতস্বিনী নদীর হিল্লোরের
কল্লোরের মতো আজি একটিবার
হাসিয়া দ্যাখো?আজি কেন অশ্রুভারাক্রান্ত?
কেন মিছেই বিচ্ছেদের ভয়?

জানিয়া রাখো হে কামিনীকাঞ্চন
তুমি কোন পুষ্প নহে,যে ঝরিয়া যাইবে।
তুমি কোন খর্পর নহে,যে ভাঙিয়া যাইবে।
তুমি তো জন্মদাগের মতোই।

শবেরে ভৎস করিবার আগ অব্দি
জন্মদাগেরা দেহরে ছাড়িয়া যায় না।
আমার এহেন অস্তিত্ব বিলীন
হইবার পূর্ব্ববর্ত্তী লগ্নেও তুমি আমাতে মিশিয়া
রইবে।যুদা হইবোনা অগ্নিস্ফুলিঙ্গেও কিংবা মৃত্তিকায়!

মন্তব্য করুন