Skip to content

ছোটোগল্পের আঙ্গিকে কবিতা – রমেন মজুমদার

ছোটোগল্পের
আঙ্গিকে কবিতা

অপেক্ষার অপেক্ষা-১
…………………
ঘড়ির কাঁটার সাথে সূর্যটা পালিয়ে যাচ্ছে বিলক্ষণ,
সন্ধ্যার দীপ জ্বালিয়ে ফিরে যাবার সময়
একঝলক দেখেছিলাম সন্নত নয়ন;-
তখন বুঝেছিলাম পাবোই একদিন।

জীবনটা যে আজ চল্লিশ পার করে যেই ঘড়ির
কাটার মতোই টিক টিক করে চলছেই…
হয়তো একসময় পাল্টে নিয়েছি হৃদপিণ্ডের ব্লক
কত আর হবে ?–,বছর সাতেক !

কলেজ লাইফে মনের মন্দিরে পেতেছিলাম সংসার,
সখ্যতাও বেশি ছিল না;-
ক্ষণে ক্ষণে তবুও সেই রেখাপাত করে জীবন্ত
রেখাই নাম–তৃষ্ণা ।
ওলট পালট হয়ে গেছে জীবনবিধি,
আমারও অর্ধপাকা চুলে আলফেট কাটেনা ততোধিক!
প্রথম নিরীক্ষণ নিক্ষেপিত করতে দ্বিধা করেছিলাম
এখন ভাবি,
কৌতূকি চোখ আর নীল সালোয়ার কামিজে
ভীষণ মানাতো প্রোফাইল পিকচার!

জীবন এখন উল্টো পথে যেতে চায় পূর্ব থেকে পশ্চিমে,উল্টো রথে না ওঠে দুর্বল ঘড়ির কাঁটা
বাদ সাদে নেটে;-
জামানা পালটেছে,কাঠের বাক্সের রেডিও শুনে
ধন্য ভাবতাম নিজেকে…
বিজ্ঞান প্রযুক্তিতে জীবন ছুটছে হওয়ার সাথে
এখন এলইডি আর কথার সাথে লক্ষ মাইল দূর থেকে ছবি ভেসে আসে সেই সাথে।

পাল্টে গেছে নেটযুগ,তাই তারই দৌলতে
পেলাম বলে এখনো তোমাকে লুকিয়ে দেখি প্রোফাইল খুঁজে খুঁজে।
যৌবনের সেই সিঁড়ি ভেঙে গেছে দুইসন্তানের মাতৃত্বের মধ্যেই
তুমিও অর্ধকাঁচাপাকা!
ভাঙতে পারিনা ওপর তালার সিঁড়ি, তাই নিচে বসে ঐশ্বরিক জপ করি ঘড়ির কাঁটার সাথে।
সময় দ্রুতই ফিকে হয়ে আসে সন্ধ্যার ঝাপসা আলোর মতো।
অসমাপ্ত ।।

মন্তব্য করুন