Skip to content

ছিল যে দিন ~ তমাল দাশ

আমাদের পাশে নতজানু ছিল, একদিন মহাকাশ
রূপকথা নিয়ে বাড়ি ফিরেছিল, পরিযায়ী বুনোহাঁস
জোনাকির পাড়া, মাদলের সুর, কিংবদন্তি রাত
নেশাতুর কিছু হাওয়াদের ছিল, নিশ্চুপ যাতায়াত

আমাদের হাতে একদিন ছিল, আষাঢ়ের নীল খাম
আর ছিল কিছু বৃষ্টি ছোঁয়ানো, আদরের ডাকনাম
পুরনো দেওয়াল, ভেজা কার্নিশ, দক্ষিণ খোলা ঘর
নিভৃতে সেখানে এসেছিল নেমে, রাখালের ঈশ্বর

আমাদের কাছে একদিন ছিল, নকশী কাঁথার মাঠ
ঝড়ের মেঘেরা ছুঁয়ে গিয়েছিল, আমাদের চৌকাঠ
তিরতিরে নদী, শালিকের বাসা, নৌকার ছেঁড়া পাল
আমাদের কাছে স্থানু হয়েছিল, কিছুদিন মহাকাল

আমাদের বুকে একদিন ছিল, হাওয়াই মিঠাই মন
খড়খড়ি দেওয়া জানলায় ছিল, আলোর সিংহাসন
ফ্যাকাসে দুপুর, উদাসীন পাড়া, রাঙাপিসিমার মুখ
চিঠি দিয়েছিল গোপনে গোপনে একঝাঁক কিংশুক

একথা সবাই জানে প্রিয়তমা, অতীত ঠিকানাহীন
একবার গেলে ফিরে আসে না তো, রক্তকরবী দিন
স্মৃতির দুয়ারে মাধুকরী তবু, ছাড়তে পারছি কই
এগোতে এগোতে সামনে আমরা, আসলে অতীত হই

মন্তব্য করুন