Skip to content

********************************
বিসমিল্লাহির রাহমানির রাহিম

আজকের এই বিদায় মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, শিক্ষক মন্ডলী, সম্মানিত অভিভাক বৃন্দ, সন্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ্ এবং ভালবাসার ভাই ও বন্ধুরা। সকলের প্রতি রইল আমার আন্তিক ছালাম ও অভিবাদন
”” অসছালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহ”
বিদায়ের বেদনায়
জলে ভেজা চোখ,
দৃষ্টিতে তবু তুমি
চেয়ে থাকি অপলক””

হে সুনামধন্য বিদ্যাপীঠঃ
তুমি কত সুন্দর বা দৃষ্টি নন্দন জানি না, তবে তোমার সুখ্যাতি চৌদিকে মেলেছে ডানা ।তোমার সুবাসে সুবাসিত পৃথিবীর বাগান। তোমার আলোয় আলোকিত পথিবীর আঁধার। তুমি সেই উত্তাল সমুদ্রের গর্বিত পাঞ্জেরী ! এই আলোক বর্তিকায় দেখেছি আমি অযূত স্বপ্ন বিজয়ের নোঙ্গর।তাইতো প্রাণ হতে বলে যাই-
তোমার আলোয় পথ চিনেছে পৃথিবীর প্রাণ
তুমি মুক্তির দিশারী, তুমি মুক্তির জয়গান।
তুমি মৃত্যুঞ্জয়ী ! তুমি থাকবে স্বর্নাক্ষরে-
মাস্তুলের আলোক হয়ে অন্তরে অন্তরে—

হে সন্মানিত শিক্ষক মন্ডলীঃ
জন্মের পর যে আলো পেয়েছি বৎসর বৎসর;
তার সব কিরণ এসেছে আপনার হতে বিস্তর।
হে শিক্ষা গুরু তুমি এসেছো স্বর্গীয় আলো হতে!
তোমার কন্ঠেই শুনেছি মুক্তির ডাক এই ধরনীতে। ।

আপনারাই ছিলেন অমাদের মহীরুহ বৃক্ষ ! সেনালী ঊষার আলো ! আাঁধার রাত্রির স্নিগ্ধ শুব্রতা । ডিম থেকে ফোটা সদ্য জন্ম নেওয়া অসহায় ছানার নির্ভ্য় আশ্রয়। অচেনা পথিকের দিশারী আলো ! পিতা-মাতার হাজারো স্বপ্ন ঘেরা এক আলোকিত তরী! যেখানে সন্তানের প্রশিক্ষন দেওয়া হয় পরম মমতায়, পরম যত্নে। তার অতুল্য ঠিকানা আমার শ্রদ্ধেয় শিক্ষক মহদোয়গন। এই বিদায় ক্ষণে
ক্ষমা করো হে আমাদের ভুলত্রুটি সব,
তোমরাই যে এই পৃথিবীর শ্রেষ্ঠ অনুভব
মুক্তির আলো, বিজয়ের উৎসব।
হে প্রিয় সহপাঠিঃ

ক্ষণিক জীবন তবু পলে পলে নব আশ
ছিন্ন হবে না কভূ হৃদয় হৃদয়ের বসবাস।
তোমারে রেখেছি ভালোবাসার আশ্রমে
তুমি চির অম্লান রবে সহপাঠি বন্ধু ফ্রেমে।

আজ মন বড় ভারাক্রান্ত ! কেন যেন মনে হচ্ছে কেউ যেন প্রাণটাকে ছিড়ে নিচ্ছে দেহ হতে। কেউ যেন বিদায় নিচ্ছে, বিদায় দিচ্ছে অমাকে। আর কানে কানে বলে যাচ্ছে বন্ধু বিদায় ! বন্ধু বিদায় ! ওই দেখ সোনালী সুর্য্টা তোকে ডাকছে, তোকে ডাকছে রাত্রির পূর্ণিমা- চল যাই -চল যাই- এই দিগন্তের পরেই বিজয়ের নিশানা- আর কোন দুঃখ নয়। আরেক যুদ্ধের পরেই নব বিজয়! নব বিজয়!
এ বিদায় নহে কো – চিরবিদায়,
এ বিদায় নব আলো, নব ঊষায় ।
নব যুদ্ধে বিজয়ের প্রত্যাশায়
আজ এসেছি বিদায় নিতে দোয়ার আশায়।
পরিশেষে সমেবেত সকলের প্রতি এতটুকু মিনতি আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মহান আল্লাহ’র দরবারে প্রার্থনা করুন যেন -যে অভিপ্রায়ে আমাদের এই বিদায় ক্ষণ ! মহান আল্লাহ যেন সেই পথ! সেই যুদ্ধ সহজ করে দেন। আমরা যেন অপানাদের সম্মান অক্ষুন্ন রাখতে পারি- চির উল্লাসে চির বিজয়ে – উন্নত মম শীর!
আমরা হারতে আসি নাই এই নশ্বর !
তোমার হাত তুলে করিও দোয়া অবিনশ্বর!
সকলে ভাল থাকবেন- আল্লাহাফেজ- আসছালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

মন্তব্য করুন