Skip to content

ছাত্রছাত্রীদের প্রতি – বিকাশ চন্দ্র মণ্ডল

তোমরাই তো মোদের প্রিয় ছাত্র ছাত্রী
তোমাদের ওপর করছি অনেক আশা
তোমরাই বিদ্যালয়কে দেবে ভরসা।
বিদ্যালয় তো নয়, ভেবো এক দেবালয়
তোমরা পূজোর ফুল, পুরোহিত হল গুরুকুল।
স্কুলের নির্দিষ্ট নীল সাদা পোশাক পরেই
নিয়মিত বিদ্যালয়ে এসো,পড়াশোনা সঠিক শেখো
বেয়াদপি করবে না,নিত্য নিয়ম নীতি ভাঙবে না।
মন্দির কেউ নোংরা করে না, নির্দিষ্ট পাত্রেই নোংরা ফেলো
পালি করে সকলে বিদ্যালয় পরিষ্কার করিবে বলো।
প্রতি শ্রেণীতে মনিটার এগুলো দেখভাল করবে
অপ্রতীকর ঘটনা ঘটলে তারাই স্যারদের বলবে
যেন বিদ্যালয়ের সম্পদ নষ্ট করলে জরিমানা ভরবে।
সকলে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় সামিল হও
সুন্দর ধরিত্রী ধূ ধূ মরুভূমি হোউক তুমি কি চাও ?
সকল গুরুজন ও বাবা মাকে অবশ্যই শ্রদ্ধা করবে
তোমরাই তো দেশের ভবিষ্যত,এক নূতন দেশ গড়বে।
আজি শুভ দিনে শপথ নাও বিদ্যার্জনে মানুষ হব
সমাজে মানুষের সুখে দুঃখে শোকে সাথে সাথে রব।

মন্তব্য করুন