Skip to content

ছাগল দিয়েই চলবে, কারো আবার জ্বলবে- কবি-মোয়াজ্জেম বিন আউয়াল।

ছাগল এখন পড়েছে বিপাকে
করতে হবে চাষ,
তার টানেতো ডাবে না লাঙ্গল
ছাগল নিতে পারে না নিশ্বাস।
বেহুশ হয়ে ছাগল কহে
ছেড়ে দাও বাবা বাঁচি,
তোমাদের ছেড়ে যাব না কভু
তোমাদের দলেই আছি।
মহাজন তো বিশাল ক্ষ্যাপা
এখন এসব বললে কি চলবে,
গরুর দামে কিনেছি তোকে
না পারলে, আমার এখন জ্বলবে।
দালাল এখন অট্টহাসি বলে মহাজনকে
কোন রকমে ছেদাভেদা করলেই তা চলবে,
যে কথা সেই কাজ ছাগল দিয়ে হলো চাষ
ফসল ফলাতে এখন কৃষকের নাভিশ্বাস।

মন্তব্য করুন