Skip to content

ছড়াই জ্ঞানের আলো — নজরুল ইসলাম খান

আমি হচ্ছি নামীদামী
প্রতিষ্ঠানের গুরু ।
পাশে একটি বাড়তি আয়ের
কোচিং করছি শুরু ।
শ্রেণি কক্ষে মাঝে মাঝে
আসি এবং যাই ।
মনে চাইলে দু’চার কথা
দায়ঠেকে শুনাই ।
আসার সময় বলে আসি,
পাঠে থাকলে ঘাটতি ।
টাকা দিয়ে কোচিং ক্লাসে
যেতে হবে বাড়তি ।
তা না হলে খারাপ ফলে
দায় নেব না কোনো।
ছাত্র এবং অভিভাবক
মন দিয়ে সব শোনো ।
ছাত্ররা তো মহা খুশি
লাগবে না আর ক্লাস ।
টাকার বিনিময়ে হবে
সব বিষয়ে প্লাস ।
গরীব অনেক ছেলেমেয়ের
হবে বড় ক্ষতি ।
হয় হোকগে তা সে জন্য আর
চিন্তা কিসের অতি।
সবার মতন আমারওতো
লাগে বাড়ি-গাড়ি ।
তার জন্যই এরূপ কৌশল
করছি তাড়াতাড়ি।
কী বলেন ভাই কাজটা আমার
মন্দ নাকি ভালো?
এমনি করে সবার তরে,
ছড়াই জ্ঞানের আলো ।

২৯/০৯/২০২৩

(কটাক্ষের জন্য নয় , শুধুমাত্র সচেতনাতার জন্য ।)

মন্তব্য করুন