Skip to content

চিহ্ন

গুহার দেয়ালে অন্ধকারে ঢাকা
আঁকিবুঁকি কাটা দাগ গুলো
যেদিন কথা বলতে শুরু করে ………
অতীত যেন জীবন্ত প্রতিচ্ছবি হয় ।
রোদ , বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে
অতি কষ্টে দাঁড়িয়ে থাকা পাথর গুলো ,
হঠাৎ যদি প্রাণ পায় কোনদিন
ইতি টানা ঘটনাগুলো কথা বলে ।
মাটির ভিতর থেকে উঁকি দেওয়া
স্তরে স্তরে সাজানো ক্ষয়িত ইঁট গুলো
সযত্নে খুঁড়তে খুঁড়তে বেরিয়ে আসে
হারিয়ে যাওয়া একটা সভ্যতা ।
যদি কোনদিন মনে হয় প্রত্নতাত্বিক হতে
রক্ত , মাংস আর হাড়গুলো সরিয়ে
একবার খুঁজে দেখিস একটা হৃদয় পাবি
সযত্নে লেখা কিছু অব্যক্ত কাহিনী ।
কিছু কথা ও কাহিনী অতীত ইতিহাস
প্রতীক্ষায় একদিন জীবন্ত হব বলে ,
শুধুমাত্র একটা মুহূর্তের অপেক্ষায়
শুধুমাত্র তোকে কিছু বলব বলে ।।

মন্তব্য করুন