Skip to content

চিরন্তন — নজরুল ইসলাম খান

চিরন্তন
———–
——-নজরুল ইসলাম

মানুষেরা ভুলে যায় ফেলে আসা দিন ।
বেদনায় মনকে যা করেছে মলিন ।
অধিপতির অধীনে করে বসবাস ।
জীবনের আনন্দ হয়েছে বিনাশ।
কতবার ভেবেছে সে কেন থাকে সেথা?
সম্মান মর্যাদা নাই কিছু যেথা ।
শতবার শুনেছে যে শুধু শুধু বকা ।
ফেলেছে চোখের জল নীরবেই একা।
বুঝেছে মানুষ পেলে কর্তার ভার ।
আনন্দ বিলাসে করে অপ ব্যবহার৷।
কিন্তু যে আশ্চর্য হই দেখে নীতি
সেই ভুক্তভোগী যেই হয় অধিপতি ।
ঘটনার নতুন ঘটে পুনরাবৃত্তি ।
পুনরায় বাজে সেই পুরাতন গীতি ।
ফেলে আসা স্মৃতি গুলো রাখেনা মনে ।
কোনদিনই যেন সে ছিল না পিছনে ।
বিচিত্র স্বভাবে মানুষ , বড় হীন মনা ।
অধিনস্তকে দেয় অযথা যন্ত্রণা।

১০/১১/২০২১
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন