Skip to content

চিরকালের….. – পূর্ণেন্দু মহাপাত্র

ক্ষুদ্রতর কে চেপে ধরার চেষ্টা – চিরকালের।
রাজার আড়ম্বরের চাকচিক্য
প্রজার ঘাম অশ্রু আর বুকের রক্ত,
দেশের আইন শাসন
এক কথায় দেশের লাগাম , ক্ষমতাবানের মুঠোর মধ্যে চাপা ।
রাশিয়ার বিরুদ্ধে নয়
ইরাক-সিরিয়া-লিবিয়া- সোমালিয়া
এদের বিরুদ্ধে সেনা অভিযানের মার্কিনি সাহস – চিরকালের….।

তোমার কথার ভুল ধরার সাহস , আমার – চিরকালের,
কিন্তু যাদের একটা ভুলে
দেশে নামে বিপর্যয় চরম সংকট,
চলে যায় গরীবের মুখের গ্রাস
স্বজনকে হারায় অতিসাধারণ
দাঙ্গা বাঁধে দুটি নিষ্পাপ শিশুর খেলাঘরে,
সে ভুলের দগদগে ঘা সকলেই অনুভব করি,
তবু সেই ভুলটাকে মেনে নেওয়ার অভ্যেস
আমাদের – চিরকালের….।

যুদ্ধের পরিণামের কথা ভেবে কোন যুদ্ধ শুরু হয় না,
এ অকৃত্তিম সত্য – চিরকালের ।
শুধু চোখের স্বপ্ন মুছে যায়
সবুজ সৈনিকের ,
প্রণয়ীর মুখ বারুদ হয়ে ঝরে
টগবগে যুবক হাতের দুরন্ত রাইফেলে ।
তবু লৌহকঠিন শাসকের হাত
মরণের ইশারায় ডাকে ,
নিশ্চিত মৃত্যু জেনেও পতঙ্গের মতো
আগুনে ঝাঁপিয়ে পড়ার নিধান – চিরকালের।

প্রকৃতির তাণ্ডবে সম্পূর্ণ ধ্বংসের পরই
নবনির্মাণের রীতি – চিরকালের
পুরনো পাতার মুক্তি
নতুনের আবির্ভাবের ইঙ্গিত,
তাই মৃত্যু হয় না কোন সভ্যতার
মৃত্যু হয় সভ্যতার মধ্যে জমে থাকা জঞ্জালের।
দুর্বলের উপর আঘাত যেমন বীরত্ব নয়
অস্ত্র তেমনি কোন সভ্যতা নয়
চরম অসভ্যতার জীবন্ত নজির।
যেকোনো অস্ত্রই একদিন ভোঁতা হবে
মানবতার নতুন সূর্য উঠবে নতুন সকালে
কালো রাতের শেষে উজ্জ্বল সকালের বার্তা
পৃথিবীর সেই প্রথম সকাল থেকে
আজ ও …. চিরকালের…….।

মন্তব্য করুন