Skip to content

চিঠি -১

  • by

চিঠি- ১
নরেশ পাটঘরা

শ্রীচরনেষু ভগবান,

ভগবান তোর জাত কি ?
তোর কি গলায় পৈতে আছে?
তিলক কাটিস? তুলসী মালা ,
নামাবলী , টিক্বী আছে ?

বলতে শুনি পৈতে থাকলে
সে নাকি উচ্চ বংশ …..
আরো কত কি!

ভীষণ রকম লজ্জা লাগে
এই ধেড়ে বামন গুলোর কথা শুনে!
এদের ঘরে ছেলে হলেই
উপনয়ন করে পৈতে ঝোলায়!
কিন্তু মেয়ে হলে
অবহেলা ,পৈতে নেই, উপনয়নের
উৎসব নেই ,কতকটা
ছাগলের তৃতীয় ছানার মত
এদের জীবন ।

আচ্ছা, সত্যি করে বলতো ভগবান?
এই যে মন্ত্র তন্ত্র, যাগ-যজ্ঞ,
পূজা আর্চা সব কি তোর সৃষ্টি?

চিঠি পাওয়া মাত্র
আমাকে উত্তর দিবি ।
খুব চিন্তায় আছি ।
কারো কারো মুখে শুনি ,
তোদের মধ্যেও নাকি জাতপাত নিয়ে
লড়াই আছে । শোনা কথা ।
প্রমাণ নেই ।শিব ,মনসা ,কালী ইত্যাদি
এরা নাকি ট্রাইব !আবার নারায়ন ,ব্রহ্মা ইত্যাদি এরা নাকি উচ্চ বংশ জেনারেল !

চিঠি আকারে বাড়াতে চাইনা ।
আমার বলার তো অনেক কিছু ছিল ।
সব কথা যদি বলি-
আর একটা মহাভারত হয়ে যাবে।
যাই হোক-
আবার যেন চিঠি লিখতে না হয় ।
উত্তরের অপেক্ষায় রইলাম ।

ইতি তোর অবাধ্য সন্তান –
নরেশ

মন্তব্য করুন