Skip to content

চার দিগন্তে যাক – মোঃ রুহুল আমিন গাজী

‌বাংলা ভাষায় লেখা কাব্য
ভিনদেশীরা পাক,
উত্তর দক্ষিণ –পূর্ব পঞ্চিম
চার দিগন্তে যাক।

বাংলা ভাষার কাব্য মাঝে
ফোঁটে দেশের মান,
কবি লেখক—কাব্য চর্চায়
করছে ভাষার শান।

মোদের ভাষা ত্যাগের ভাষা
পাবে রক্তের ঘ্রাণ,
ভাষার জন্যে দামাল ছেলে
দিলো তাদের প্রাণ।

বাংলা ভাষার কাব্যিক কবি
নোবেল সম্মান পায়,
মোদের ভাষার থাকুক সুনাম
সব বাঙালি চায়।

থাকবে নাকো পিছিয়ে আজ
কাব্য লেখক গণ,
জানবে বিশ্ব —মোদের ভাষা
করছে সবে পণ।

বাংলা ভাষার লেখক কবি
ভাষার করছে চাষ,
মোদের লিখন দিক দিগন্তে
ছড়ায় সৌরভ বাস।

লেখক কবি–বীর শহীদের
বাংলা ভাষার প্রাণ,
কাব্য চর্চায় নিবিড় থেকেই
রাখবে দেশের মান।

মন্তব্য করুন