Skip to content

চাঁদ জাগা বেগনী রাত – পবিত্র প্রসাদ গুহ

চাঁদ জাগা একাকী বেগনী রাত –
তুলিতে আঁকা পেঁজা পেঁজা নরম মেঘের আড়ালে উঁকি দিতে থাকে নির্জনতার আলো,
একা আছি আমি বসে চাঁদের উন্মুক্ত ঝর্ণা হাসির দিকে তাকিয়ে,
জীবন্ত বাতাসের মিষ্টি ছোঁয়ায়, বিনিদ্র রজনীতে যেন তন্দ্রার আবেশ মাখতে থাকে,
মন তবু কাছে ঘেঁষতে দেয় না ঘুমের জাকজমককে,
কিন্তু আমি বাদে চারিদিকের ক্লান্ত প্রাণ, সফেন্ সমুদ্দুরের কোলে শায়িত,
পৃথিবীর দেওয়ালে হেলান দেওয়া শ্যামলী গাছেরা, নীরবতার আঁধারে আচ্ছন্ন,
চাঁদের হাসির ছটাক আলো, সফেন্ সমুদ্দুরের জলে ভিজে ভিজে, জলছবি আঁকতে আঁকতে যেনো নিস্তেজ হয়ে এলিয়ে পড়েছে,
ঝাউ গাছ তাল মেলাতে থাকে, স্নিগ্ধ শোভন চাঁদের আলো মাখা বাতাসের ঝিরঝিরে মৃদু স্রোতে,
শতাব্দীর নীল অন্ধকারে আর্দ্র স্নাত আমি,
কেউ নেই !
কেউ নেই আর ……..

মন্তব্য করুন