Skip to content

চাঁদ ও শুক তারার প্রেম – রাজা চক্রবর্তী

এক আকাশের শুকতারা,
আর অন্য আকাশে চাঁদের বাড়ি।
দুজন দুজনার প্রেমে ভারি,
একে অপরকে চোখে হারালেই মুখ হাঁড়ি।

সন্ধ্যাবেলায় এসেছে চাঁদ
দক্ষিণ-পূর্ব কোণে,
কথা ছিল শুকতারাও আসবে
পশ্চিম কোণে।
তাই না শুনে, দেখে বুঝে সব
মেঘের কত অভিমান,
ফ্রট করল চাঁদ আমার সাথে,
দেখি করবে কেমনে করে প্ল্যান।

এই না বলে মেঘের দেওয়াল
উঠলো আকাশ জুড়ে,
শুকতারা আর চাঁদের দেখা
হলো না রাত ভোরে।
খুঁজতে গিয়ে চাঁদ যে কখন
ঢুকলো মেঘের বাড়ি,
মেঘ ও তেমনি চাঁদের সঙ্গে
সারারাত দিল আড়ি।

সকাল বেলায় কোথা হতে
আসলো দস্যি হাওয়া,
মেঘকে জড়িয়ে আকাশের বুকে
দুরন্ত বেগে বেরিয়ে যাওয়া।
প্রভাতের আকাশে চাঁদ তখনও
খুঁজে খুঁজে দিশেহারা,
যদি একবার দেখা পাই তোমায়
জড়াবো শুকতারা।

1 thought on “চাঁদ ও শুক তারার প্রেম – রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন