Skip to content

চাঁদনি রাত – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

চাঁদনি রাত
মোঃ ইব্রাহিম হোসেন

চাঁদনি রাতে চাঁদের আলো
অন্ধকার হয় দূর,
শিয়াল মামা হুক্কাহুয়া
কণ্ঠে তুলে সুর।

ঝিকিমিকি দিঘির জলে
মুগ্ধ করে প্রাণ,
চুপিসারে ব্যাঙ্গমা আর
ব্যাঙ্গমি গায় গান।

দূর আকাশে তারার মেলা
চাঁদের বুড়ি ওই,
দেখবি যদি খোকা খুকি
চল সবে এক হই।

তোদের সাথে জাগবো নিশি
আয় কাছে আয় আয়,
স্বপ্নপুরের নীল সাগরের
নাও ছুটে যায় হায়!

কই দাদু ভাই নাতনি আমার
ধর তোরা মোর হাত,
যাচ্ছে চলে চাঁদের আলো
ভোর হলে শেষ রাত।

মন্তব্য করুন