Skip to content

চরিত্র মোঃরাকিবুল হাসান জয়

আচরণের মাধ্যমে একজন মানুষের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে।চরিত্র মানুষকে কখনো করে তোলে অবহেলা-ঘৃণা ও অসম্মানের পাত্র আবার কখনো বা এনে দেয় শ্রেষ্ঠ সম্মান।মানুষ ভেদে আচরণেও পার্থক্য দেখা যায়,এতে মানুষের কোনো হাত নেই।আচরণের নিয়ন্ত্রতা হলো পরিবেশ।খারাপ ও অসংযত পরিবেশে মানুষের আচরণ হয়ে ওঠে নীচু মানের।কিন্তু উপযুক্ত পরিবেশ মানুষের আচরণকে প্রভাবিত করে ভিন্নরূপে,মানুষের আদর্শ হয়ে ওঠে সমাজমুখী ও সুযোগ্য।তবে দৃষ্টিকোণ ও বিবেকবোধ শুধুমাত্র ভাল-খারাপ পরিবেশের ওপরই চরিত্র নিয়ন্ত্রনে সীমাবদ্ধ থাকে না।মানুষ তার ইচ্ছাশক্তি নামক হাতিয়ার ব্যবহার করে আত্মচরিত্রকে গড়িয়ে তুলতে পারে সুষ্ঠুরূপে।মানুষের বিবেকবোধ ও শিক্ষাও চরিত্র গঠনের অন্যতম কারিগর।

1 thought on “চরিত্র মোঃরাকিবুল হাসান জয়”

মন্তব্য করুন