Skip to content

ঘেন্না হয় আমার — হীরক মুখোপাধ্যায়

মানুষের সাহচর্যে আশ্চর্য ঘেন্না হয় আমার ,
বরং ভালো এই পাহাড় বনানীর কোলে অমল তৃণবাড়ি —
লুকোচুরি খেলার ছলে আমিই হারাই , আমিই খুঁজে ফিরি !

এভাবেই যদি কাটে অবকাশ, বনানীর অন্যপারে পাহাড়গুলি চা -বাগান ছাড়িয়ে —
আমি তারও সমাচার পেয়েছি l

আজ আর আমি শহরের তড়িঘড়ি বাতিওয়ালার মত আঁধার ঘুচিয়ে দিতে তৎপর নই ,
তৎপর নই সমুদ্র সৈকতে গিয়ে দাঁড়াতে,
সফেন তরঙ্গের বরাবর প্রতিপক্ষ হয়ে —

একক ফেরারী আমি এখানে l
জন -রোষ , আইন অমান্য , মিটিং মিছিল বেবাক বন্ধ —
বেমালুম ভুলে গেছি চাবি , মানিব্যাগ, শেষ সিগারেট ,
বদলে যাচ্ছে আমার গভীরে রসায়ন —
হয়তো বদলে যেতুম আমূল , যদি না আজ সকালে হঠাৎ কানে আসতো রাজধানী জুড়ে কারা যেন নিরুচ্চারে কাঁদে,
লজ্জিত মানুষের ফিসফাস , মেয়েটা চলে গেল l

মন্তব্য করুন