Skip to content

ঘৃণাবোধ হয় — নজরুল ইসলাম খান

তোমার জন্য আমার ঘৃণা বোধ হয় ।
তোমার জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় ।
মৃত্তিকা সরিয়ে পৃথিবীর গহ্বরে আমার ঢুকে যেতে
মন চায়।
আমার অচৈতন্য হতে মন চায় ।
সহজসরল মুখ দেখে তোমাকে আমার নৈসর্গিক মনে হয়েছিল ।
তোমাকে আমার পবিত্র মনে হয়েছিল ।
তোমাকে আমার জীবন্ত মনে হয়েছিল ।
তোমাকে আমার বিশ্বাস হয়েছিল ।
কিন্তু, যখনই দেখলাম তুমি অবৈধ সুবিধা বঞ্চিত হলে,
অন্যের চরিত্রে কলঙ্ক লেপন করতে কুন্ঠা বোধ করনা ।
অন্যকে ফাঁসাতে নিজের গায়ে আচড় কাটতে দ্বিধাবোধ কর না ।
আক্রান্ত হবার গল্প সাজাতে সংকোচ কর না।
প্রয়োজন হলে মানুষ খুন করতেও হয়ত পরোয়া করনা।
তখনই তোমাকে আমার মৃত মনে হয়েছ ।
তোমাকে মৃতের উপর হেটে বেড়ানো কীট মনে হয়েছে ।
আমার সহজ বিশ্বাসের হত্যাকারী মনে হয়েছে ।
তোমাকে ঘসেটি বেগম মনে হয়েছে ।
তোমাকে বিশ্বাস করতে আর মন চায় না।
তোমার দিকে তাকাতে মন চায় না।
তোমার কথা ভাবতে আমার ঘৃণা বোধ হয় ।

১১/১০/২০২২
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন