Skip to content

গয়না পরা সকাল – শুভশ্রী রায়

সকাল পরে আছে কি সুন্দর ঝকঝকে গয়না
রোদের অলঙ্কার তাকে মানায়, সবার সয় না,
মুখে সুখী হাসি তার সর্বাঙ্গ দামী গয়নায় মুড়ে
এ গয়না পরলে আমরা তো নিশ্চিত যাব পুড়ে।
চোখ ধাঁধানো সকালকে আমি জানলায় ডাকি
বলি- একটু দাঁড়িয়ে যাও না, ফাঁকি দেবে নাকি?
দু’ চোখ ভরে দেখে নিই তোমার অনুপম রূপ,
কার সঙ্গে তুলনা টানব, সামান্য কবিয়ত্রী চুপ!

মন্তব্য করুন