Skip to content

গ্রীষ্মের তীব্রতা – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

গ্রীষ্মের তীব্রতা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-০৪- ২০২৪ ইং

নিদাঘের এ তীব্রতা নিঠুর পাষাণ,
পিপাসার কাতরতা ওষ্ঠাগত প্রাণ।
চারদিকে হাহাকার গ্রীষ্মের’ই তাপ,
বেড়েছে বেড়েছে বুঝি মানুষের পাপ।

আকাশেতে মেঘ নেই অগ্নির দহন,
নরকের এ জ্বালা তো যায় না সহন।
ভস্মতে মাঠ ও ঘাট পানি বিনে হায়!
দম যেন বের হয় সবে নিরুপায়।

খুব উঁচু আসমান সুরুজের তেজ,
ফুটিফাটা চৌচির এ মা-মাটির শেজ।
পিচঢালা পথ যেন মরুভূমি সব,
পশুপাখি জনতার নিদারুণ রব!

জমিনের ধান পাট পুড়ে ছারখার,
বাঁচে না পরান পাখি কাঁদে জমিদার।
কৃষাণের চোখে জল শিরে পড়ে বাজ,
রাত ভোর হয় নাকো নাহি তার কাজ।

আর কতদিন রবে এই অনাবৃষ্টি!
কেমনে জমিনে হবে ফসলের কৃষ্টি ?
হে রব শীতল করো আবাসের ভূম!
বরষার বারি ঢালো হরষের ধুম।

মন্তব্য করুন