Skip to content

গ্রাম (হোসাইন মাহমুদ সাগর)

আমার গ্রামের রূপের কথা,
বলিবো কি তোমায়!
আসো যদি পড়ে যাবে,
চোখ ধাধানো মায়ায়।

শীতের ভুরে দেখো তুমি,
শিশির ভেজা দ্বীপ।
সুর্য যেনো পড়িয়ে দিলো,
সাঝ সকালের টিপ!

পাকা শিষে গ্রামের হাসি যেনো,
পটিয়ে নেবে তোমায়।
খুশিতে আত্মহারা হবে তুমি,
পড়ন্ত ঐ বেলায়!

চারিদিকে দেখো কতো,
বন বনানি ঝোপ।
সবুজ শাড়িতে গ্রাম আমার,
দেখতে অপরূপ।

সবুজ খুপা দেখে তাহার,
গান ধরিবে তুমি!
“সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি”

মন্তব্য করুন