Skip to content

গীবতকারী – মো: ইব্রাহিম হোসেন রাজশাহী

গীবতকারী
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ০৮-১২-২০২৩ ইং

মানুষের নামে যে বা  করে বদনাম
অযথা অযথা সে তো বড় বেইমান,
লাঞ্ছিত হয় সদা,  হয় অপমান
গীবতকারী যে তার অপর এ নাম।

অপবাদ মিছা এই প্রমাণে যা নাই
যত বড় হোক না সে আমির ভবের,
বিবেকের চোখে দেখো গোলাম রবের
এমন বেকুব লোক সমাজে না চাই।

নিজে করে অপকাম যত আছে হায়!
ষোলোআনা বুঝ তবু খায় সুদ ঘুষ,
স্বার্থের তর তার থাকে না যে হুঁশ
মানবতা বলিদানে আরো বেশি চায়।

সমাজের কীট সে তো বড় দুশমন
বিষে ভরা তির মারে ঘাতে বারবার,
ভাব ধরে অমায়িক করে অনাচার
আমজনতারা চায় তার প্রশমন।

আজব মানুষ ভবে বলার আছে কী ?
এ কেমন আচরণ হিংসার ক্ষোভ !
অহং দাপটে ভর চিত্ততে লোভ
ধিক্কারে দেই তারে ছি ছি ছি ছি!

মন্তব্য করুন