Skip to content

গীতি কবিতা: মা হারানোর বেদনা – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

মা হারানোর বেদনা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-০১-২০২৪ ইং

ভুলবো কেমন করে মাগো ভুলবো কেমন করে?
সারাজীবন কষ্ট সাধন করলে আমার তরে।।
শিশুকালে তোমার কোলে
দোল খেয়েছি দোলে দোলে,,
শিখেছি মা হাঁটন তোমার ওই দু’টি হাত ধরে।

অসুখ হলে যন্ত্রণাতে মা বলে ডাক দিতাম,
তোমার পরশ পেয়ে মাগো শান্তি মনে পেতাম।।
দু’হাত তুলে চোখের জলে
দাও পানা রব এই না বলে,,
কাঁদতে কত সিজদাতে মা জায়নামাজের ‘পরে।

না খেয়ে হায় আমার মুখে খাবার দিতে তুলে,
হাসিমাখা মুখ দেখে মোর দুঃখ যেতে ভুলে।।
কিশোরকালের কতই স্মৃতি
মনে পড়ে তোমার প্রীতি,,
চলে গেলে আমায় ছেড়ে অশ্রু চোখের ঝরে।

হারিয়ে গেলে মাগো তুমি রূহ জগতের ভীড়ে,
আসবে নাকো আর কখনো আমার কাছে ফিরে।।
আমি ছাড়া কেউ বুঝে না
মা হারানোর কী বেদনা!!
জীবন তরীর হাল ভেঙেছে মা বিয়োগের ঝড়ে।

মন্তব্য করুন