Skip to content

গাছ : শৌনক ঠাকুর

গাছ
শৌনক ঠাকুর

অবশেষে নামাল-ঘেরা একান্নবর্তী বট পরিবারে
দু’মুঠো আশ্রয় পেলাম। চারিপাশে সহস্রবর্তী ছায়া
শীতল … নরম … যেন মায়ের হাত ।
সারাদিন রোদে খাওয়া আমার শরীরে
ফুঁ দিয়ে প্রাণ দিয়েছে ……
কে জানতো আগে গাছ মায়ের মতোই ….

1 thought on “গাছ : শৌনক ঠাকুর”

মন্তব্য করুন