Skip to content

গাংচিল

গাংচিল, তোমার ডানা কি আমার থেকে বড়
মেঘ ভরা এ বিশাল আকাশ, কেমনে তুমি ওড়ো?

গাংচিল, তোমার ডানায় কত জোর
আগেই আমার হাত ভেঙেছে, এবার ভাঙে কোমর।
উড়তে উড়তে, ভাসতে ভাসতে
হারিয়ে যাচ্ছে আমার জাতিস্মর,
সাতরঙা আকাশ উপড়ে নিচ্ছে আমার নোঙর,
পোতাশ্রয় দুমড়ে মুচড়ে একাকার, মহাজাগতিক ঝঞ্ঝায়।
এহাশূন্যের আন্তর্জালের ভোকাট্টায়
দ্বিগ্ভ্রান্ত আমার ইন্দ্রিয়।
নিজেকে হারাতে হারাতে এক অবিচ্ছিন্ন শূন্যতায় লীন আজ।

গাংচিল, তুমি কি পথ ভুলেছ কোনোদিন?
আমার পথ যে ফুরিয়ে গেছে, রেখাটুকু অমলিন।

মন্তব্য করুন