Skip to content

গল্প:অভিশপ্ত নাজিরউদ্দিন(পর্ব-২) লেখক:মোঃরাকিবুল হাসান জয়

কিন্তু হঠাৎ পিছু ঘুরতেই দেখি সাদা কাপড় পরা এক মহিলা।বিশ্রী চেহারা।চোখদুটো লাল টকটকে,কোটরে ঢুকে গেছে।গা থেকে পঁচা দুর্গন্ধ আসছে।আমি ভয়ে ঠান্ডা হয়ে গেলাম।প্রণপণে দৌড়াতে লাগলাম সেখান থেকে।সামনের রাস্তার মোড়ে একটা রিক্সা দেখা যাচ্ছে,কিছু না বলে দ্রুত রিক্সায় উঠে পরলাম।রিক্সা ওয়ালাকে ঠিকানা বললাম।একটা ভীতিকর শ্বাস ছেড়ে বললাম-“বাঁচলাম”।কিন্তু বিপদ যে সাথে নিয়ে চলেছি তা কি আর জানতাম।রিক্সা ওয়ালা অদ্ভুত সব শব্দ করছিল।ভয়ে আমার হৃদকম্পন বেড়ে গেছে।কম্পিত গলায় বললাম-“কে আপনি?”কোনো প্রত্যুত্তর এল না।কিছুক্ষণ পর রিক্সা থামালো।আমি বললাম-“একি,আপনি মাঝপথে কেন রিক্সা থামালেন?”রিক্সা ওয়ালা আমার দিকে মুখ ঘোরাতেই আমি যেন প্রাণ হারিয়ে ফেলমাম।এতো সেই মহিলাটি, যাকে কিছুক্ষণ আগে দেখেছিলাম!!!সেদিন কোনোভাবে বেঁচে ফিরলাম।মানতে পারছিলাম না এই সকল আষাঢ়ে কাহিনী আমার সাথে ঘটেছে।একসপ্তাহ কেটে গেল,ঘটনাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করলাম।কিন্তু আবার ঘটল এক অলৌকিক ঘটনা।একদিন অফিস থেকে বেশ ক্লান্ত হয়ে ফিরেছি।বিছানাটা যেন কাছে ডাকছে শুয়ে ঘুমোবার জন্য।ঘুমিয়ে পরলাম।মাঝরাতে কাঁচা ঘুম ভেঙে গেল একটা কিছুর শব্দে।নিশ্চয়ই কোনো ছিঁচকে ইঁদুর-টিঁদুর হবে।

মন্তব্য করুন