Skip to content

গভীর নিশীথে-ফরহাদুল ইসলাম মোহন

প্রিয়তমা,
গভীর নিশিথের বৃষ্টির মতো
ঘাস-বুকে সবিনয় শিশিরের মতো
উদাসী বাতাসের ভোরের মতো
কাকডাকা সোনালী প্রভাতের মতো
তুমি সুন্দর।

বৃষ্টিভেজা রৌদ্রমাখা বিষন্ন বিকেলের মতো
বিষন্নতায় ডুবে থাকা শূন্যতার মতো
শূন্যতার শেষে পুণ্যের মতো
তুমি সুন্দর।

সদ্য প্রসূত নিষ্পাপ জীবনের মতো
বেড়ে ওঠা লজ্জাবতী কিশোরীর মতো,
বর্ষার কদম,কমল বা দোলনচাঁপার মতো
খোঁপায় গেঁথে রাখা নববধূর মতো
তুমি সুন্দর।

জলভরা মায়াবতী দীঘির মতো
যে মায়ায় ডুবে থাকে ভাবনা শতো
ভাবনার অবশেষে উপেক্ষার মতো
তুমি সুন্দর।

নিয়তির অনিবার দুঃখের মতো
দুঃখবোধের তরে সত্যেপলব্ধির মতো
সত্য ছুঁয়ার পর সুখের মতো
তুমি সুন্দর।

আকাশ ভাঙ্গা অবাক জোছনার মতো
স্রষ্টার অপার সৃষ্টির ব্যাখ্যার মতো
কালের আবর্তে ফসিলের মতো
তুমি সুন্দর।

স্বপ্নের ভেতর কল্পের মতো
হুমায়ূন স্যারের গল্পের মতো
বাংলাভাষী কবিদের কবিতার মতো
তুমি সুন্দর,আরও সুন্দর, অনেক সুন্দর।

– ফরহাদুল ইসলাম মোহন
২২ আগস্ট, ২০২২।

মন্তব্য করুন