Skip to content

গন্তব্য

হাঁটছি …… হেঁটেই চলেছি …….
অগণিত যাত্রীদের অনুসরণ করে
কয়েকটা ভরসার হাত অবলম্বন ।

কতোটা পথ এসেছি ? কতোটা বাকী ?
পিছনে টর্চের আলোটা ফেলতেই
ভেসে ওঠে অন্ধকারে অস্পষ্ট ছবি ।
মা হাতে ধরে শিশুকে স্কুলে নিয়ে যাচ্ছে
তার আগের দৃশ্য অস্পষ্ট দেখা যাচ্ছে না
তারপর বাচ্চারা খেলছে , ছুটছে
তাঁরও পরে গাছের তলায় উতলা যৌবন
প্রেমিকার কাঁধে প্রেমিকের হাত ,
আর আমার ঠিক কাছাকাছি
গৃহস্থের স্বপ্ন স্ত্রী , পুত্র ,কন্যা হাঁটছে
আমি ও হাঁটছি ওদের‌ই সাথে ।

এবার টর্চের আলোয় সামনের পথে দেখি
ঘর সংসার গোছাতে ব্যস্ত স্ত্রী-পুরুষ ,
ওদের আগে হাঁটছে পক্ককেশ ন্যুব্জ মানুষ
তারও আগে ঢুলিতে চড়ে কেউবা চলেছে
অমরনাথ দর্শনের পূণ্য যাত্রায় ,
তার আগে কী আছে একেবারে অস্পষ্ট
ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস
আমাদের গন্তব্য ঠিক ওই পর্যন্তই …….

মন্তব্য করুন