Skip to content

গতকাল মারা গেছি! -(মাহ্ফুজ নবীন)

জানালা খুলতে হাত কাঁপে
যদি গুলি উড়ে আসে শরীরে!

ইউপোকার স্বভাব
তোদের বিষক্ত মগজে
নির্বিচারে অলক্ষ‍্যে খেয়ে নেয়
তিলেতিলে শহর- নগর!

ডাস্টবিনের জলছাপে
ক্ষুধার্ত মানুষের হাহাকার!
তোদের বিলাসিতায়
ভ্রু কুচকানো গরীবের ঘৃর্ণিত চাহনি!
ধিক্কার ভুলে তবুও
স্বাভাবিক সত্তায়
ওরা হবেই হবে চুম্বক নয়তো জোক!
জানে, সে বোঝে তবু
মৃত উপলব্দির আচ্ছাদনে
অমানুষের খোলশে
সাজে চকচকে রুপালি মৎস;
আর তাজা ভাজা খেয়ে বলে-

“আমি বাঙ্গালী
বাংলাকে ভালোবাসি”

তাও বিশেষ কোন একটি- দুটি দিনে
অমন নির্লজ্জ আদিখ‍্যেতায়!!

“এই দেখো আমার রাষ্ট্রের সর্বচ্চ
মর্যাদা পূর্ণ শ্রেষ্ঠ পুরুস্কার!”

ইচ্ছে যা হচ্ছিলো গত রাতে স্বপ্নে-
“তোদের বুকে গুলি মেরে
আমিও গতকাল মারা গেছি!”

মন্তব্য করুন