Skip to content

গণতন্ত্র- (মাহ্ফুজ নবীন)

গণতন্ত্র দেখেছি
অর্ধ চাঁদে পূর্ণিমার আশ্বাস
গণতন্ত্র দেখেছি
চরিত্র মিছিলে নব বিশ্বাস!

গণতন্ত্র শুনেছি
মৃত; খেয়ে এক ফোঁটা বিষ
গণতন্ত্র শুনেছি
ভোটারের উৎবেগ, কুর্ণিশ

গণতন্ত্র পেয়েছি
পেটপুরে খেয়ে, মুঠো দান
গণতন্ত্র পেয়েছি
মুখে তালা অমৃত অম্লান

গণতন্ত্র সয়েছি
স্বৈরাচারীর দম্ভ মুখোশ
গণতন্ত্র সয়েছি
আত্ম গুণে অন‍্যের দোষ

গণতন্ত্র বলেছে
অপরাধী কি আইনের ঊর্ধ্বে?
গণতন্ত্র বলেছে
স্বাধীনতা মানে-“যাও যুদ্ধে”

মন্তব্য করুন