Skip to content

গণতন্ত্র ছেঁড়া কাঁথা – শিপুল বাছাড়.

জীবন কাটে যদি ধুঁকে ধুঁকে
তবে গণতন্ত্রের কি মহিমা ?
তিলে তিলে মেরো নাকো আর, সুখে
ফেলে দাও পারমাণবিক বোমা !

তার পর উল্লাস করো, মায়া কাঁন্না শেষে,
জ্বালাতন করবো না কারো সুসময়ে এসে।
টিকে থাক দলবাজি, স্বাধীনতা তোমাদের
আমরা শুধু ভীড় করি অন্যায্য দরকারের।

কালোবাজারি কেউ কি করে ? ব্যবসা এটা
সামান্য তো একটু দামে……
দেশটা নাকি চালায় যারা, তারা দাঁড়ায় নাকি
ডাইনে এবং বামে ?

পেছনে আসন, সামনে জনগণ
তবে আর চিন্তা কি ? করো শোষণ !
গণতন্ত্র ছেঁড়া কাঁথা ! স্বাধীনতা স্বপন
গায়ে দিয়ে শুয়ে আছে দুর্বল জনগণ।

ভাবতে আমার মজা লাগে
স্বাধীন আমার দেশ,
ব্রিটিশ রাজের অধীনতা
সেই তো ছিলো বেশ।

তবু কেনো হুজুক খুঁজে, সুযোগ বুঝে
বাপ ঠাকুরদা করতে গেলো রণ ?
নেতা বুঝি মন্ত্রী হবে ? ভোট দাও নেতা বুঝে,
সৎ না হোক, তবু আমাদের আপন জন।

তার বেশি দরকার, তাই চুরি করে,
আমাদের ভাঙ্গা ঘরে চুলোহীন সংসারে
পেট কি কথা বলে ?
পোকা ধরে রিলিফের চালে।

শুধু ভোট দিও,’মত’দিও –
সব চুরির পক্ষে,
কোন দল চোর নয় ? বলিও
কথা;; হাত রেখে বক্ষে ।

জানি সে দুর্লভ ব্যাপার, জানি এ যুগে
নেতাগিরি মন্ত্রীত্ব সব-ই’আপন সুখে,
যাদের ভোটে মন্ত্রী তুমি, ভাগ্য দিয়েছে লিখে
দু’‌ বেলা নুন ভাত নাই উঠুক তাদের মুখে ।।

রচনাকাল – ০১/০২/২০২৩ খ্রিষ্টাব্দ.

মন্তব্য করুন