Skip to content

গঙ্গা সাগরে গিয়ে মেলে – কমল মাইতি

গঙ্গা সাগরে গিয়ে মেলে
    কমল মাইতি

অনেক কথা বুকের পাঁজর ভাঙে
তাতেই সুখ তাতেই প্রেম জাগে
সারারাত ঘুমাতে পারি না যে
তোর সুখে অসুখ আমার সাজে।

দিন ফুরালে সবাই ঘরে ফেরে
আমি নেশার ঘোরে ফিরি
মনের মানুষ থাকে কী বানানো ঘরে?
সে তো মনের ঘরে ফেরে।

ঘর বেঁধেছে কেউ মন বাঁধেনি
মন বেঁধেছে কেউ ঘর বাঁধেনি
মরুর বুকে সাগর শুকিয়ে গেছে
পাহাড় চূড়ায় দেখি লুকিয়ে আছে।

ফুরাতে কেউ চায়না কোনো কালে
যে যার আপন বাঁচার পথে চলে
পথ চিনে নেয় আপন চলার চালে
তাইতো গঙ্গা সাগরে গিয়ে মেলে।

মন্তব্য করুন