Skip to content

খোসা

ফলের খোসা ভালোবাসি বলে এক চৈত্রে তুমি হেসেছিলে
তাচ্ছিল্য করে বলেছিলে তোমার যা চিন্তা-চেতনা!
সে থেকে মাকড়সার মতো বুনে গিয়েছি নীরবতার জাল।

ফলের খোসা ছাড়া ফল কী এত লোভনীয় হতো?
ফলের খোসা ছাড়া ফল কী এতো বৈচিত্র্যময় হতো?
তোমার খোসা ছাড়া তুমি কী এতো সুন্দর হতে?

স্তুপে পচে যায় সময়ের থাবায় সব রঙিন দামি খোসা।

মন্তব্য করুন