Skip to content

খোলশ খুলে -(মাহ্ফুজ নবীন)

শামুকের খোলশ খুলে
মুখোমুখি বসি না কতদিন!
বেয়ারার হাতে সাজানো টেবিল
চোখাচোখিতেই হলো শীতল

কেন জানি সব যাচ্ছি ভুলে?
তোমাকে চেনাই সত্যি কঠিন
এখন আর রেস্তোরাঁয় হয়না বিল
আমি একা নিস্তব্ধ তলিয়ে অতল!

চুপ করে মেনে নেয়া অতীত
তোমার কাছে সূর্যের নতুন আলো
আমি না হয় আধারে লুকোতে জানি
বলো এমনটার ছিলো কি কথা?

ভুলেছো কি সেই প্রিয় সংগীত?
যা তোমার আমার লেগেছিলো ভালো
মনের কাছে বলো কে কার এখন খুনি?
সহজেই কি যায় সারানো ব‍্যথা?

মন্তব্য করুন