Skip to content

খোকার জন্মদিন নীলাদ্রি রুজ

খোকা বাবুর জন্মদিনে
মাতলো সারা বাড়ি,
নইলে খোকা করবে আড়ি
মুখটি হবে হাঁড়ি।

পঞ্চব্যঞ্জন রান্না করবে
মা আর মাসি পিসি,
পায়েস মিস্টি রান্না হবে
আসবে মুরগি দিশি।

পিৎজা ঢোসা ইডলি হবে
হবে ইলিশ ভাজা,
কাতলা মাছের ঝাল না পেলে
খোকা দেবে সাজা।

গলদা চিংড়ির ভক্ত খোকা
কয়েকখানা গেলে,
নদী থেকে দাদু আনে
ধরছিলো এক জেলে।

ছেলের জন্য মায়ের উপোস
মঙ্গল কামনা করে,
ঠাকুরের পা-য় প্রার্থনা তার
আশিস সদা ঝরে।

Tags:

1 thought on “খোকার জন্মদিন নীলাদ্রি রুজ”

মন্তব্য করুন