Skip to content

খোঁজ

এসে সমুদ্রের তীরে, যাই
গভীর জলে, খুঁজতে একটা
মুক্ত নয়, সাধারন ঝিনুক,
জীবন্ত আর স্বচ্ছ যেটা;
কালো সমুদ্রের বিস্বাদ জল
জীবনের ছাপ গেল কোথায়?
ভেসে উঠে রক্তের বুদবুদ,
ঝিনুকের কঙ্কাল পায় আশ্রয়।
তবুও খুঁজছি, পাচ্ছি না
গনগনে পোড়া আগুনে
রামধনু বাগানের গুহায়
অন্ধকারে গহীন বনে।
সংশয়ে মন, পাব কি খোঁজ!

মন্তব্য করুন