Skip to content

কয়েদখানা

মিষ্টি একটি গল্প ছিল
চাঁদ তারাদের ভিড় ছিল
নীল আকাশের গায়।
তপ্ত রোদে সুখ ছিল
দু:খ গুলো দুরে ছিল
আমি ছিলাম ছায়ায়।
অজ্ঞত কোন অপরাধে
সুখ গুলোকে ভাগ করে
রাখলে আমায় একাই।
কাঠগড়াতে দাড় করিয়ে
নিজে হলে বিচারপতি
শুনাবে আমায় রায়।
হাজত বাসের দিন শেষে
ছিলাম ফাসিঁর অপেক্ষায়।
একি বিচার করলে তুমি
শেষে পাঠালে কয়েদখানায়?

মন্তব্য করুন