Skip to content

ক্ষেত্রভূমিতে শব্দদান – রমেন মজুমদার

ক্ষেত্রভূমিতে শব্দদান
——
[যেজন প্রেমের ভাব জানেনা-১০২]
কলমে:- রমেন মজুমদার
তারিখ :- ০৫/০৪/২৩
—-
অফুরন্ত জমিনে সীমানা কিসের ?
প্রেমের শস্যদানে শব্দবুনক হোক কীর্তন রসিক।
অনাসক্ত আতঙ্ক ছাড়িয়ে সিক্ততায় আড়ম্বর রজনীর অভিষেক হোক নির্দ্বিধায়।

সীমানাহীন ভূমিতে সবাই বিচরণ করে আপন আপন শব্দনিয়ে। সেই শব্দরাই
সময়ের গতি বুঝে বুনিয়েদেয় কাব্যরস;
সিক্ত হয় পাঠক পাঠিকা;
প্রেমের মুল্যতায় বিচক্ষণ বিচরণ করে
অভিযাত্রী।

অভিমান একটা বীজ,
মানপত্রপাঠ নিয়ে রজনীকে করে পাঠশালা;
আরম্বর ক্ষেতে ঋতুর খেলাই ভাগ হয়েযায় প্রেম ;
দুর্বার মাঝেও সজ্জিত হয় সফলতা
অনুরাগ উগ্রে দিয়ে বীজের মান্যতা দেয়
জমিন।

পত্তন পর্চায় সাতপাঁকে লেখাহয় নাম,
মালকিন ভোগে ওকালতি নামায় স্বাক্ষর করে মন্ত্রপাঠ!
রাজ্য বিস্তারের লক্ষ্যে অপেক্ষা করে রাতের নির্জনতা;
ভোগদখলে দানপত্রের দর্পণ খুলে বাসর।

চন্দ্রস্নাতরাত ভৌগলিক সীমানা খুলেদেয়
করিডোর;
তোষামোদি আদর, রাজ্যবিস্তারে মরিয়া হয়ে ওঠে, শব্দভাঙার খেলায় বুনিয়ে চলে পাত্রেরাখা বীজ।

সাফল্যের সঙ্গে পাল্লাদিয়ে চলে সৌখিন পাঠক-পাঠিকা;
শব্দসৃষ্টিকর্তাকে জড়িয়ে ধরে অয়ন তুলে রাখে ডিব্বায়…
উগ্রআঁচে তৈরিহয় আবেগের রশদ;
কাব্যপাঠে উপাচার হয় উন্মাদনা!
শেষ ব্যঞ্জন পরিবেশনায় থাকে টকমিষ্টিঝালের আঁচার;

অনুভূতি পূর্ণহয় কব্যপাঠের শেষ অন্তরায়।
—–
শিখামন্দির,পূর্বাচল।

মন্তব্য করুন