Skip to content

ক্ষমা নাই – মোঃ রুহুল আমিন গাজী

লোভের মোহে পড়ে মানুষ
ঈমান হারা হয়ে যায়,
বিবেক বোধে দেয় না সাড়া
অসৎ পথে লুটে খায়।

লোভ লালসা ধ্বংস আনে
পাপের বোঝা ভারি হয়,
পার্থিব জীবন শান্তির জন্য
অর্থের লোভে ডুবে রয়।

প্রবল লোভের লোলুপ দৃষ্টি
খুনখারাবির ওই –কারণ,
অমানুষ হয়ে সীমার রূপটা
করে হৃদয় আজ ধারণ।

অঢেল ধনের লোভের নেশায়
যেন মত্ত হয়ে যায়,
লোকঠকিয়ে—- সর্বদা হারাম
অর্থের সুদের টাকা খায়।

লোভ ও লিপ্সা মুমিন ব্যক্তি
এড়িয়ে সব চলে তাই,
লোভে কাতর হারাম ভোজন
প্রভুর কাছে ক্ষমা নাই।

মন্তব্য করুন